
সরকারি আইনি সহায়তা বিষয়ক
দক্ষতা বৃদ্ধি শীর্ষক
প্রশিক্ষণ কর্মশালা
নতুন প্যানেলভুক্ত বিজ্ঞ আইনজীবীদের অংশগ্রহণে সরকারি আইনি সহায়তা বিষয়ক দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত ০৯/০৯/২০২৪ইং জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান খান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, প্রশিক্ষণ হিসেবে সেশন পরিচালনা করেন মাননীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মিজানুর রহমান ভুঁইয়া মহোদয় ও জেলা লিগ্যাল এইড অফিসার জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল মহোদয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ জনাব ব্যারিস্টার শাহনেওয়াজ মনির মহোদয়।
