শুক্রবার,১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি ও কবিতা

শুভ সকালটা মধ্যরাতের জ্যামে পড়েছে

কষ্ট মাহমুদ(ছদ্ম)





আজ আকাশও কান্না করেনা
কারণ মেঘের কোন অভিযোগ নেই
আজ স্বপ্নওরা কাছে থাকতে চাইনা
কারণ স্বপ্ন দেখা এখন মরীচিকার মতই।
আজ জীবন নিজেকে বাস্তবতায়
কি জিনিস ভুলতে শিখিয়েছে
কারণ জীবন সে নিজেকেই
নিজেই আর চিন্তে পারছেনা।
আজ সুখ দুঃখের তফাৎ
আমরা মেলাতে পারছিনা
কারণ দুঃখ কষ্টগুলো পাথরের
মত শক্ত বরফ হয়ে আছে।
আজ কন্ঠগুলো মৃদুস্বরের মত
হাহাকার একটি ঝর্ণা হয়ে গেছে
কারণ কথামালা আজ গভীর সমুদ্রে সাতা৷ না জানাতে আটকেছে।
আজ বিশ্বাস অবিশ্বাসের দরজা
কড়া নাড়ার জন্য চুড়ান্ত প্রস্তুত
আজ অভিনয়গুলো নিরবে হাসছে
সবাইতো অভিনয়ে শ্রেষ্ঠ হতে চলেছে।
আজ সকালবেলা আর সকাল হতেই কোনমতে রাজী হচ্ছেনা
কারণ সকালবেলা মধ্যরাতের
কাছে আপোষ করে ফেলেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email