
ছাত্র আন্দোলনে আহত কলেজ শিক্ষার্থী আশিকের মৃত্যু
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (২৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। নিহতের ছোট ভাই আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

‘পরে তাকে রংপুর হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না। চিকিৎসকেরা বলেছেন, আঘাতের কারণে তার মাথায় রক্তক্ষরণ হয়েছিল।’
আতিক আরও জানান, আজ আশিকের মৃত্যুর খবরে হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা যান। কেন্দ্রীয় শহীদ মিনারে আশিকের জানাজা শেষে তাঁর লাশ কুড়িগ্রামে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সোমবার সেখানেই তাঁর দাফন সম্পন্ন হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এর আগে কুড়িগ্রামের তিনজন নিহত হয়েছেন। তাঁরা সবাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাঁদের লাশ কুড়িগ্রামে নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়।