
চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সের বৈশাখী পূর্ণিমার
মৈত্রীময় আহবান
ভদন্ত /সৌম্য——————–
মৈত্রীময় বন্দনা ও শুভেচ্ছান্তে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্স, বিহার সেবা ও উন্নয়ন কমিটি’র উদ্যোগে আগামী ২১ মে ও ২২মে -২০২৪ খ্রিঃ মঙ্গলবার ও বুধবার চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্সে বৌদ্ধদের অতি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিহার হল চত্বরে উন্মুক্ত আলোচনা সভা আহবান করা যাচ্ছে।
উক্ত আলোচনা সভায় বিহার সেবা ও উন্নয়ন কমিটি’র সকল সদস্য বৃন্দ, চট্টগ্রাম সংঘরাজ সারমেধ মহিলা সমিতি এবং চট্টগ্রাম সারনাথ স্মৃতি সংসদ এর সকল সদস্য বৃন্দসহ সকল পিন্ডদান দাতা মহোদয়ের সানুনয় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবেন।

অনুষ্ঠানের সময় সূচী ঃ
২১ মে মঙ্গলবার ২০২৪ খ্রিঃ
সন্ধ্যা ৭:৩০ মিনিট বুদ্ধ কীর্তন ।
২২ মে বুধবার ২০২৪ খ্রিঃ
সকল ৬:৩০ মিনিট জাতীয় ও জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন।
৯:৩০ মিনিট আটাশ বুদ্ধ পূজা, সিবলী পূজা ও উপগুপ্ত মহাথেরো পূজা। সমবেত প্রার্থনা ও পূজা উৎসর্গ।
সকালে ১১. ৩০ মিঃ ভান্তেদের পিণ্ডগ্রহণ।
দুপুর ১২ টায়ঃ প্রীতিভোজ।
বিকাল ৩ টায়-বুদ্ধ পূর্ণিমার শান্তি শোভাযাত্রা ।
বিকাল ৪ টায়ঃ শুভ বৈশাখী পূর্ণিমা ও ২৫৬৮ বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ।