
হৃদয় ভাঙ্গে
শরণংকর বড়ুয়া
আমি কাছে থেকে জীবন্ত কোন ঈশ্বর বা ভগবানকে দেখিনি।
প্রার্থনা বিশ্বাস আত্মতৃপ্তি নিয়ে প্রচলিত চলমান প্রতিনিয়ত ঘটনা সঙ্গী মাত্র।
অন্ধ বিশ্বাসের মধ্যে অসম্ভবকে সম্ভব করার একটি মানসিক শক্তি এবং সন্ত্তুষ্টি আত্মবিশ্বাস হয়ে মনের মধ্যে কাজ করে।
গভীর স্বপ্ন তৈরী হয় মনাকাশে।
চাওয়া পাওয়ার ইচ্ছা অদৃশ্য ভাবে হাওয়ায় ভাসে।
গনিতিক হিসাব নিয়ে জীবন ভর শুধু অংককষি।
শেষমেষ অপ্রাপ্তিতে স্বপ্ন সলিল সমাধিতে হ্নদয় ভাঙ্গে।
কষ্টরা ঝরে অঝোরে বিলাপে অনুতাপে সহস্র স্বপ্ন চারণে দু’চোখে অশ্রু ঝরে।
নিউজটি পড়েছেন : ১৮৯