সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের বার্ষিক ধর্মীয় বৃত্তি পরিক্ষা  পুরস্কার বিতরণ সম্পন্ন

রাউজানে প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের

বার্ষিক ধর্মীয় বৃত্তি পরিক্ষা 

পুরস্কার বিতরণ সম্পন্ন




রাউজান পাঁচখাইন গ্রামে প্রতিষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৯তম বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংঘসুরীথ ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাউজান উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার হাজারী, প্রধান জ্ঞাতি ছিলেন শাসনসারথী তিস্সানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ভদন্ত পুন্নানন্দ মহাথের, বিশেষ অতিথি ভদন্ত বিপস্সী মহাথের, ইদ্দিপঞ্ঞা মহাথের। স্বাগত ভাষন প্রদান করেন প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ড. প্রিয়দর্শী মহাথের। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত কীর্ত্তিপাল থেরো, ভদন্ত বি সত‍্যানন্দ থের, ভদন্ত সুন্দরানন্দ ভিক্ষু, শ‍্যামল বড়ুয়া সিন্টু, শিক্ষক সুজন বড়ুয়া, পৃষ্টপোষক বিমান বড়ুয়া জাপান, শিক্ষক সুজয় বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্ঞানপাল থেরো। প্রধান অতিথি বলেন সুশিক্ষায় শিক্ষিত হতে হলে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, বিনয়ী হতে হবে এবং নিজে আচরি ধর্ম অন্যকে শেখাতে হবে। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট, শিক্ষা সামগ্রীসহ সম্মাননা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email