
সীবলী মানবিক ফাউন্ডেশনের
উদ্যোগে পথচারীর মাঝে
বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ
সীবলী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে তীব্র তাপদাহে পথচারী তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ।
গত ৪ মে বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার ১ম কর্মসূচীতে চট্টগ্রাম বহাদ্দারহাটস্থ পথচারী তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করা হয়।
বিতরণের কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সকলের সুপরিচিত প্রিয় মুখ, দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক সুমন বড়ুয়া মহোদয়, মানবিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যাংকার বনরূপ বড়ুয়া অমি, কর্ণধার সংগঠনিক সম্পাদক বাবু রূপক বড়ুয়া, আইন সম্পাদক বাবু দোলন বড়ুয়া, নির্বাহী সম্পাদক বাবু চয়ন বড়ুয়া, বাবু প্রান্ত বড়ুয়া, বাবু জুয়েল বড়ুয়া মহোদয় ও প্রমূখ।
নিউজটি পড়েছেন : ১৭৮