সোমবার,২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হোটেলে খাদ্যমুল্য তালিকা না থাকায় হয়রানীর শিকার সাধারন জনগন

নিজস্ব প্রতিনিধিঃ-হোটেলে মুল্যসহ খাদ্য তালিকা প্রদর্শন নীতিমালা থাকলেও চট্টগ্রামে বেশীর ভাগ হোটেলে সেই নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।কিছু হোটেলে খাদ্য তালিকা থাকলেও নেই কোন মুল্যের বালাই ।শুধু গ্রাহক কপিতে এলো মেলো ভাবে খাদ্যের তালিকা প্রদর্শন করেই দায় সাড়া হোটেল কতৃপক্ষ। তাও রান্নকৃত পন্যের সাথে কোন মিল নেই বল্লেও চলে।

তেমনী একটি ঘটনা ঘটে,চট্টগ্রামের রয়েল রোড   সোনলী হোটেলে।

জনৈক গ্রাহক চট্টগ্রাম রয়েল রোড,(হকার মার্কেট ও সিনেমা প্লেজের মাঝামাঝি) সোনালী হোটেলে ১২তারিখ হতে নিয়মিত দুপুর কিংবা রাতের খাবার সম্পন্ন করেন।
উল্লেখ্য যে,তিনি ভাতের সাথে সবজি খেতে বেশ পছন্দ বিদায় অন্য তরকারী অর্ডার করার পরও বিশেষ একটি সবজি তিনি প্রত্যেকবারই অর্ডার করেন।
নিয়মিত বারের মতো ১৫ জুলাই রাতে উল্লেখিত সোনালি হোটেলে যান এবং ডিমসহ ঐ সবজিটি অর্ডার করেন।বিল কপিতে ৮০ টাকা দেখা গেলে জনৈক গ্রাহক ম্যানেজারকে ডিমের দাম জিজ্ঞেসা করলে তিনি দুইবারেই ৮০টাকা উল্লেখ করেন। উল্লেখ্য যে,ডিমের দাম জিজ্ঞেসার কারণ ঐ সবজী যেহেতু গত ৩ দিনই খেছেন তার মুল্য তো তার জানা আছে।
তৃতীয় বারে তিনি টেবিল বয়কে বিস্থারিত বলতে বলেন,টেবিল বলে “সবজীর দাম ৪০/-টাকা”।
গ্রাহক যে সবজী ১২–১৪ তারিখ পর্যন্ত ২০/- দিয়ে এসেছেন আজ ৪০/- টাকা। ১২—১৪ তারিখে প্রদানকৃত টেবিল বয় বিলকে ভুল বলে সাক্ষ্য দেন ম্যানেজার। মুল্যসহ খাদ্য তালিকা না থাকার কারণে সাধারন জনগন এই অনাক্ষাংখিত পরিস্তিতির সম্মুখীন হয়।
ভবিষ্যতে সাধারন জনগন হয়রানী হতে রক্ষার লক্ষ্যে রান্নাকৃত খাদ্য ও মুল্য তালিকা ব্যতীত কিংবা মনগড়া খাদ্য তালিকা প্রদর্শনকৃত হোটেল গুলি আইনের আওতায় এনে জরিমানা পূর্বক সিলগালা করা জনগনের দাবী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email