
মানবতাই ধর্ম
বিশ্বজিত বড়ুয়া
ধর্মের অপর নাম যদি শান্তি হয়
মানুষকে ঘৃণা কেনো অতিশয়?
আছে মৈত্রী করুণা মুদিতা
উপেক্ষা সব গুণই মানবতা।
মানবতার উপরে ধর্ম নাই
মানুষের মাঝে সুজ্ঞান থাকা চাই।
ধর্মের অনুশাসন মেনে চলবো
দুঃখীজনে হাত বাড়িয়ে দেবো।
আজও বেঁচে আছি তোমার কৃপায়
মানবতার ধ্বজা উড়ুক ধরায়।
“মানুষ চেনা দায়”
কবি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া
মানুষ চেনা বড়ই কঠিন
বিশ্বাস করা দায়,
আপন ভেবে চলতে গেলে
আঘাত পাওয়া যায়।
মুখোশধারীরা অভিনয় করে
আড়ালে থেকে যায়,
স্বার্থের জন্য কাছে এসে
ক্ষতি করতে চায়।
স্বার্থের এই পৃথিবীতে
অনেক মানুষের ভীড়,
ভীড়ের মাঝে যদি ভুল হয়
পাবে না কখনো সুখের নীড়।
মুখে এসবের মিষ্টি কথা
অন্তরে থাকে বিষ,
স্বার্থপর মানুষেরা আবার
করে যায় শুধু ফিসফিস।
এসব মানুষদের বিশ্বাস করা
বড়ই কঠিন বিষয়,
করতে পারে সবার ক্ষতি
যে কোন সময়।
মানুষের ভীড়ে মানুষ চেনা
বড়ই কঠিন কাজ,
আসল-নকল তফাৎ বুঝা
অসম্ভব হয়েছে আজ।
মানুষ চিনতে ভুল না করলে ও
করেছিলাম বিশ্বাসে,
ভুল করেছি মানুষ দেখে
আপন আশ্বাসে।
মানুষ চিনতে ভুল হলে
পেতে হবে কষ্ট,
মুখোশধারী স্বার্থপরতার জন্য
সমাজ আজ নষ্ট।
মানুষ চেনায় হত যদি
যন্ত্র আবিষ্কার,
দেখতে পারতাম কার কত
অন্তরটা পরিস্কার।
—————-
নিউজটি পড়েছেন : ২০২