রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী  আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর (কঃ) কনফারেন্স সম্পন্ন

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী  আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর (কঃ) কনফারেন্স সম্পন্ন

রাকিব হোসেন 

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধিঃ-সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশের ব্যবস্থাপনায়, আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক.) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর (কঃ) কনফারেন্স গতকাল ২৬ অক্টোবর রাতে  পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞাঁ মন্জিলে সমাপ্ত হয়। সমাপনী দিবসে  হাজার হাজার আশেক, ভক্ত, মুরিদানদের উপস্থিতিতে

ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন শাহসূফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)। কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য  রাখেন ভারতে অবস্থানরত দরবারের নায়েবে সাজ্জাদানশীন কনফারেন্সর উদ্যেক্তা ও প্রতিষ্ঠাতা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)।

সন্মানিত অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন চন্দনাইশ কাঞ্চননগর  রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মোঃ গোলাম ফারুক চৌধুরী,  শাহজাদা হামদান ইয়াসিন,

মাহফিলে ত্বকরির পেশ করেন  আলহাজ্ব শাহসূফি মাওলানা মুফতি সৈয়্যদ মুখতার রেজা মাসুমী সুলতানপুরী, মাওলানা এনাম রেজা আলকাদেরী, শাহজাদা মাওলানা সৈয়্যদুল বারী। মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী, মাওলানা হাফেজ মোঃ ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন।

উক্ত মাগফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সূফি ফজল আহাম্মদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, আবু তৈয়ব, আলহাজ্ব নুরুল ইসলাম, ইন্জিনিয়ার  জসীম উদ্দিন, সরোয়ার উদ্দীন, এস এম আমান উল্লাহ আমিরী, কামাল উদ্দীন পারভেজ, কানুন উদ্দীন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবু নোমান, ফরমান চৌধুরী, জয়নাল আবেদীন মেম্বার, ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ মোঃ আলমগীর,  ইন্জিনিয়ার ওমর ফারুক, সাকিব উদ্দিন, জহিরুল ইসলাম জিসান, নেয়ামত উল্লাহ ও হেলাল উদ্দিন, হাবিব, সবুজ  প্রমুখ। ১১ দিন ব্যাপী অনুষ্ঠিত এই মাহফিলে দেশবরেণ্য ও আন্তর্জাতিক আলেম গন তকরির পেশ করেন।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email