
প্রাক্তন জাসদ ফোরাম এর উদ্যোগে সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুদ্দীন জাহেদ মঞ্জুর মৃত্যু বার্ষিকী পালন
সিমলা সেন
মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ- আজ (২৫/১০/২৩) বুধবার সকাল ১০ টায় প্রাক্তন জাসদ ফোরাম এর উদ্যোগে অবিভক্ত জাসদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালিন কেন্দ্রীয় নেতা অধ্যাপক নুরুদ্দীন জাহেদ মঞ্জুর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হালিশহরস্হ কবরস্থানে শ্রদ্ধা নিবেন ও কবর জেয়ারত করা হয়।
পরে চকবাজার অস্থায়ী কার্যালয়ে এক স্মরণ সভা সোলায়মান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান আলোচক ছিলেন নুরুদ্দীন জাহেদ মঞ্জুর রাজনৈতিক সহযোদ্ধা এককালিন জাসদ নেতা, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা.মাহফুজুর রহমান।বক্তব্য রাখেন সালাউদ্দিন খালেদ বাবুল,হায়দার আলী,মশিউর রহমান খান প্রমুখ।
নিউজটি পড়েছেন : ২২৩