রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাংগুনীয়াস্থ মহামুনি বৌদ্ধ বিহারে আচারিযা পূজা, বুদ্ধমুর্তি দান, সংঘদান ও  ধর্মসভা অনুষ্ঠিত 

রাংগুনীয়াস্থ মহামুনি বৌদ্ধ বিহারে আচারিযা পূজা, বুদ্ধমুর্তি দান, সংঘদান ও  ধর্মসভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ- চট্টগ্রাম জেলার ঐতিহ্য বাহী রাংগুনীয়া থানার অন্তর্গত রাজানগর ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আজ ২৪অক্টোবর ২৩ ইং মঙ্গলবার ২য় বারের মতো আয়োজন করা হয় বুদ্ধ মূর্তি দান, আচারিয পূজা, সংঘদান ও মহাপবিত্রময় ধর্মসভা উৎসব অনুষ্ঠিত হয়। 

এই মহতী অনুষ্টানটির
সকাল( ১ম পর্বে)ঃ-উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিজয়ানন্দ থেরো,, প্রকল্প সচিব, সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল, রাজগুরু ভদন্ত উ ইন্দ্রচারা মহাথেরো 
অধ্যক্ষ, রাজানগর রাজবাড়ী বৌদ্ধ বিহার সভাপতিত্বে 

প্রধান অতিথির আসন অলংকৃত করেন  ভদন্ত লোকমিত্র থেরো(অধ্যক্ষ, ঘাগড়াকুলবৌদ্ধ বিহার,)প্রধান ধর্মদেশক  ভদন্ত জ্ঞানবংশ থেরো,(অধ্যক্ষ, রাজানগর শান্তিনিকেতন বিহার,)বিশেষ দেশক ভদন্ত লোকশ্রী থেরো,,
(অধ্যক্ষ, সিংহরিয়া বোধিনিকেতন বিহার)বিশেষ দেশক ভদন্ত ধর্মানন্দ থেরো(অধ্যক্ষ,আমতলী জ্ঞানশ্রী বিহার)
বিশেষ দেশকঃ ভদন্ত বোধিশ্রী ভিক্ষু,(অধ্যক্ষ, হারুয়ালছড়ি বৌদ্ধ বিহার)সঞ্চালনায় বাবু সুজন কান্তি বড়ুয়া
(অধ্যাপকঃ বান্দরবান সরকারী কলেজ)

বিকাল( দ্বিতীয় পর্ব)
দুপুর ১ঃ৩০ মিনিটে পবিত্র ধব্জাপতাকা উত্তোলন,,এর মাধ্যমে সভা আরম্ভ হয়। সভাপতি রাজগুরু ইন্দ্রাচারা মহাথেরো,(পরিচালকঃ রাজানগর রাজবাড়ী বৌদ্ধ বিহার)

প্রধান ধর্মদেশক ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথেরো(পরিচালকঃ খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহার)

এই মহতী অনুষ্টানে আরো  উপস্হিত ছিলেন, চট্টগ্রাম ওয়ান ব্যাংক শাখা সহকারী ব্যবস্হাপক বাবু সুমন কান্তি বড়ুয়া,১ নং রাজানগর সাতগড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু বিমল কান্তি বড়ুয়া মহোদয় প্রমুখ। 

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email