রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সমাজ সেবক আবছার উদ্দীন সোহেল

পটিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন
সমাজ সেবক আবছার উদ্দীন সোহেল

,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি :- চট্টগ্রামের পটিয়া পৌর সদরে
শারদীয় দুর্গাউৎসবের পুজামন্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক পটিয়া পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল। গত ২২ অক্টোবর রবিবার রাতে আবছার উদ্দীন সোহেল পটিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড উওর গোবিন্দরখীল ধর পাড়ার শ্রী শ্রী রক্ষা কালি বাড়ি দুর্গ মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটি সভাপতি প্রদিপ ধর, সাধারণ সম্পাদক বিকাশ ধরের হাতে বস্তু তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রঞ্জন ধর, স্বপন ধর, রাজনৈতিক ও সামাজিক কর্মী মহিউদ্দিন ফারুক টিংকু, মো শাহেদ,মো আরিফ, মহিউদ্দিন, শাকিব প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আবছার উদ্দীন সোহেল বলেন, ধর্ম
যার যার উৎসব সবার, আর এ কারণেই পটিয়া উপজেলা, পৌরসভায় বিভিন্ন মণ্ডপে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে । এখানে প্রত্যেক জাতিগোষ্ঠী সানন্দে পূজা পার্বণ উৎসব পালন করে। এতে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়। তিনি সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উৎসব পালন করার আহবান জানান।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email