রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোঃ নাঈম উদ্দিন   এক ব্যক্তির মৃত্যু 

সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোঃ নাঈম উদ্দিন   এক ব্যক্তির মৃত্যু

সিমলা সেন 

মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ– আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় দুটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নাঈম উদ্দিন (৩৭) নামে এক কেইপিজেড কর্মকর্তার মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নঈম কেইপিজেডের কর্ণফুলী সু ইন্ডাস্ট্রিজে অফিসার হিসাবে কর্মরত ছিলেন। টানেলের কারণে বাড়িঘর অধিগ্রহণের পর স্ত্রী সন্তান নিয়ে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।

 রাত ৮টার দিকে মোহাম্মদপুর এলাকায় বিপরীতমুখি আরেকটি টেক্সি তাদের গাড়িকে ধাক্কা দিলে নঈম গাড়ি থেকে সড়কে পড়ে যায়। নিহত নঈমের মাথা, পা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। ঘটনার পর নঈমকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি দুই কন্যা সন্তানের জনক।শুক্রবার সকাল ১০টায় বৈরাগ খলিফাপাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email