রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় নিম্নতম মজুরী ২৩ হাজার টাকা নির্ধারণ, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিলসহ স্কপ এর ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ন্যূনতম মজুরী ২৩ হাজার টাকা নির্ধারণ, পরিষেবা বিল বাতিলসহ স্কপ এর ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কামাল উদ্দিন 

মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ– আজ ১৪ অক্টোবর ২০২৩ইং শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৯ দফা দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম স্কপ এর সমন্বয়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা তপন দত্তের সভাপতিত্বে ও বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্কপ এর অন্যতম নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারন সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহম্মদ মিঞা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সাধারণ সম্পাদক কে.এম শহীদুল্লাহ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহীন, জাতীয় শ্রমিক জোটের আহ্বায়ক মমিনুল ইসলাম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের নাজমা আক্তার, ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ইমরান হোসেন। অন্যান্নদের মধ্যে উপস্হীত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজি শেক নুরউল্লাহ বাহার, সহ-সভাপতি শাহনাজ চৌধুরী মিনু, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,
যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুর রহমান, বিএফটিউসির বিভাগীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক রেজোয়ানুর রহমান খান, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক নুরুল আবছার ভুঁইয়া, মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক ও রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক ও বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারন সম্পাদক মহিউদ্দিন মজনু, জেলা বিএলএফএর যুগ্ম-সাধারন সম্পাদক সামশুল ইসলাম আরজু সহ-সাধারন সম্পাদক খুরশিদ আলম, বিএলএফ মহিলা কমিটির সভাপতি গুলজার বেগম, বিএলএফ যুবু কমিটির সাধারন সম্পাদক কাজি জাহাঙ্গীর,দুলাল,এনাম,মাষুদ, ইমাম, বিএলএফ মহানগর সদস্য ও চট্টগ্রাম জেলা মোটর মেকানিক ও হেলপার শ্রমিক ইউনিয়নের সভাপতি জাপর আহম্মদ ও সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর,
ট্রেড ইউনিয় সঙ্গের আহবায়ক খুরশিদ আলম, ট্রেড ইউনিয় কেন্দ্রের যুগ্ম-সাধারন সম্পাদক ইফতেখার, সংগঠক ফজলুল কবির মিন্টু, হানিফ প্রমুখ।
নেতৃবৃন্দ অস্বাভাবিক মুদ্রাস্ফীতি এবং নিত্য প্রোয়জনিয় পন্যের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিকদের নিম্নতম জীবনমান রক্ষায় জাতীয় ন্যুনতম মজুরী ২৩ হাজার টাকা নির্ধারণ, শ্রম আইন সংশোধনের চলমান প্রক্রিয়ায় স্কপ দাখিলকৃত সংশোধনী মেনে নেয়া, ত্রিপক্ষীয় পরামর্শক কমিটিকে পাশ কাটিয়ে শ্রম আইন সংশোধন এর উদ্যোগ বাতিল এবং অত্যাবশ্যকীয় পরিষেবা বিল বাতিলসহ ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার দাবি জানান।
নেতৃবৃন্দ বেসরকারী সেক্টরের শ্রমিক কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের লভ্যাংশের উপর ২৭.৫% কর আরোপ করা, সিন্ডিকেটের মাধ্যমে গরীব মেহনতী মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস তথা তেল, পিঁয়াজ, মরিচ, ডিম ইত্যাদি সিন্ডিকেট এর মাধ্যমে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ানো, বে-আইনীভাবে শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের তীব্র নিন্দা জানান।
সভায় নেতৃবৃন্দ বাজার মূল্য নিয়ন্ত্রনে এবং সিন্ডিকেটকারীদের একক আধিপত্য প্রতিহত করতে শ্রমিক কৃষক মেহনতী মানুষের জন্য অবিলম্বে রেশনিং প্রথা চালুর দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে চেরাগী মোড় হয়ে আন্দরকিল্লা মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email