বুধবার,২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তেঁতুলিয়ায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

তেঁতুলিয়ায় ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

 তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইট বহনকারী ট্রাকের চাপায় মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধায় তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা গ্রামে আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু মাসুম একই এলাকার আসিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধায় আঞ্চলিক সড়কের পাশে থাকা নিজ বাড়ি থেকে বের হয় শিশু মাসুম। এসময় ইট বহনকারী একটি দ্রুতগামী ট্রাক তাকে এসে চাপা দেয়। ঘটনার পর পরেই স্থানীয়রা চিৎকার করে ট্রাকটিকে ধাওয়া করার চেষ্টা করলে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলেমান আলী ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email