রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে প্রেমিকাকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে প্রেমিকাকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড

মহানগর(জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটে রূপালী (১৬) হত্যা মামলায় প্রেমিক সাজাদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। মৃতদন্ডপ্রাপ্ত আসামি সাজাদুল ইসলাম আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সাথে আসামি সাজাদুলের সরকারি লিজকৃত ৪ একর খাস জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। সেসময় আসামী কৌশলে জলিলের মেয়ে রূপালীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সে সময় বিয়ের বিষয় নিয়েও ওই মেয়ের সাথে সাজাদুলের ঝগড়া বিবাদ হয়। এরপর ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামি রূপালীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তুলশীগঙ্গা নদীর পাড়ে হাত-পা বেঁধে মারপিট করে হত্যা করে।এসময় আলামত লুকানোর জন্য তিনি কেরোসিন দিয়ে লাশটি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রূপালীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই বছরের ৫ মে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email