
ছিনতাই
মোঃ আল আমিন খান
ছিনতাই! শব্দটা ই কি অদ্ভুদ!
শহরে নিত্যনৈমিত্তিক ঘটনা হওয়াতে এটাকে এখন খুব স্বাভাবিক মনে হচ্ছে। ছিনতাইকারি সদস্যরা কাজটা সংঘবদ্ধভাবে করে থাকেন। বিশেষ করে সকালে অফিসে আসার সময় ও বিকালে বাসা ফেরার সময়; সিটি বাসগুলোতে উঠবে। এরপর নির্দিষ্ট লোককে উদ্দেশ্য করে সংঘবদ্ধ সদস্যরা গাঁ ভাসিয়ে দিবে। মনে হবে খুব কাছের বন্ধু দুষ্টামি করতেছি আরকি!
তারপর, এরা ঝোঁপ বুঝে কো’প মারবে। এই কো’পে ই কাবু’কাত! এরপর বিশেষ কৌশলে নিজেদের মধ্যে হাত বদল হবে। পরিশেষে, নিজেদের সময় সুযোগ বুঝে বাস থেকে নেমে পড়বে।
গতকিছুদিন পূর্বে সিটি বাসে করে অফিসে যাচ্ছিলাম। বাসে প্রচুর জ্যাম। এরপরেও কিছু লোক বাসে উঠল। আমি সিটে বসা ছিলাম। মোবাইল নামক ছোট্ট ডিভাইসটি আমার হাতেই ছিলো। সময় সুযোগ বুঝে কে যেন মোবাইলটা একটা টান মারল। ভাগ্য তাদের সহায় হলো না! ফলাফল, আমার মাল আমার কাছে ই থাকল!
ওঁ-মা! কিছুক্ষণ পরপরই এক চাচা চেঁচামেচি শুরু করলেন। বুঝার বাকি থাকল না, চাচামিয়া থেকে কা-ম সারছে! চাচা হাত ও ধরলেন। কিন্তু, রাখতে পারলেন না। ছিন’তাইকারী গাড়ির অ্যাসিস্টটেন্ট (হেলপার) এর গাঁ ঘেসে নেমে পড়লেন। মনে হল, অ্যাসিস্টটেন্ট ও নিরাপদে নামতে যেনো সহযোগীতা করলেন।
