
অনুরাগ ভুলে ফিরে এসো শরণংকর বড়ুয়া
নীলা তুমি না থাকলে
শহরটাই ফাঁকা লাগে।
বিরহে নীল আকাশে মেঘের
ভেতর মন উড়াল দেয়।
হাজার প্রশ্ন জাগে অসহায় মনে
ঘুমহীন রাত্রি যাপন।
দক্ষিণা হাওয়া, খোলা জানালায়
চাঁদের ক্লান্ত মুখখানা দেখি।
তোমার সব কয়টি কথা
চুপি চুপি চাঁদের আলোকে বলি।
সকল রাগ অনুরাগ ভুলে
ফিরে এসো তোমার সাজানো নীড়ে।
সেই আগের মত বসন্তে
গাছে নানা ফুল ফুটে না।
তোমার অনাদরে অপরাজিতা
অভিমান করে রং বদলে ফেলেছে।
প্রকৃতি কী নিষ্ঠুর! যেন বেরসিক,
ঘৃণা ছড়াছে আমার নিঃসঙ্গ জীবনে।
মন বেচারা অসহায় হয়ে প্রতিদিন
সুন্দর সকালে তোমারই অপেক্ষায় থাকে।
নিউজটি পড়েছেন : ২৫১