শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্বেষা সংস্কৃতি গোষ্ঠীর সম্প্রসারিত ভবনের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

অন্বেষা সংস্কৃতি গোষ্ঠীর সম্প্রসারিত ভবনের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

সদর(লালমনিরহাট)প্রতিনিধিঃ-লালমনিরহাটের ঐতিহ্যবাহি অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী’র সম্প্রসারিত ভবনের কাজের ভিত্তি প্রস্তর করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।

শুক্রবার(১৮ আগষ্ট) বিকেলে অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠী’র সম্প্রসারিত ভবনের কাজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠিত হয়। কাজের উদ্বোধন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি ও কে ইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশিদুজ্জামান আহমেদে সভাপতিত্ব করেন। এ সময় বিশেস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্বেষা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ। এ সময় অন্বেষা সংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা জানান, ঐতিহ্যবাহী এই সংগঠনের বহু সুনাম রয়েছে। খেলাধুলা সহ নানান ধরনের সামাজিক কাজে এগিয়ে এসেছে। কিন্তু দীর্ঘদিন থেকে জরাজীর্ণ ঘরেই আমরা বসে আসছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজস্ব অর্থায়নে অন্বেষা সম্প্রসারিত নতুন একটি ভবন নির্মাণ করার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email