বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হে নতুন ——মনজুর আলম (মন্জু)

হে নতুন
 মনজুর আলম (মন্জু)

তুমি নতুন, তুমি নবিন
তোমার আগমনে হৃদয়ে বাজে খুশির বীণ।

কোন সুদূরে ছিলে তুমি
কোন দিগন্তে ঘর,
আস তুমি আলো হয়ে সূর্য ডুবার পর।

তোমার চলার চরণ চিহ্ন রেখে যাও ঘাটে
চপলা মেয়ে চঞ্চল চাহনি রূপ উপচে পড়ে বাটে।

গ্রিষ্মের খরা রোদ, অঝোর বরষণ
শরতে কাশ ফুল,
হেমন্তে নবান্নে পিঠা খাওয়ায় ব্যাকুল।

নতুন ধানের মৌ মৌ গন্ধে প্রকৃতি আকুল
প্রশান্ত শিতের পাখি উড়ে বেড়ায় জাকে জাকে
নীল দিগন্তে গোধূলি লগ্নে মনের ক্যানভাসে
কাঁপা হাতে এক কিশোরী ছবি আঁকে।

রূপকাথার রাজ্যে হারিয়ে যাই বসন্ত সন্ধ্যায়
বকুল ফুলের সুভাষ ছড়ায় নিরেট বনের গাঁয়।

হে নতুন তুমি ভুলনা আময়
ভালোবেসে দিয় একটু হৃদয়ে টাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email