
পাঁচবিবিতে জাতীয় শোক দিবসে আ’লীগের র্যালী-দোয়া ও আলোচনা সভা
পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এ ঘাতকের নির্মম বুলেটে শাহাদত বরনকারী সকল শহীদের স্বরণে ১৫ আগস্ট ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বিকেল ৫টায় এক বিশাল শোক র্যালী পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে বারোয়ারী চত্ত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু।
সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান লেবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছানোয়ার হোসেন, সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, যুগ্ম সম্পাদক মীর রেজাউল করিম, সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক, জেলা স্বেচ্চাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মন্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, আওয়ামীলীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, খালেকুল ইসলাম বকুল, সুভাস চন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম সাবু,যুগ্ম আহবায়ক শাহারিয়ার রহমান শৈশব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা, পৌর স্বেচ্চাসেবকলীগের সভাপতি নাজমুল হক সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।