রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:-বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলায় পালিত হয়েছে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বের উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা বীরপ্রতীক আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা ও দোয়া মাহফিল শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও পৃথকভাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এবং উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email