
আমি ও আমার
বিশ্বজিত বড়ুয়া
আমি ও আমার দিতে হবে বাদ
সারা পৃথিবী দেখিবে নিখাদ।
আমি আমাতে স্বার্থ জড়িত
আমিত্ব ছাড়ও হবে বরিত।
জন্ম আর মৃত্যু মাঝে যা জীবন
গেলো কতজন কে আছে স্মরণ?
সমাজে দেখি কতো নিয়ন্তা
সামর্থ্যে মধ্যে আমরাই তো ভোক্তা।
মুখে খাওয়ার দাও যে খুব ক্ষুধার্ত
সৃষ্ট হয়েছে তোমারই ভক্ত।
নিউজটি পড়েছেন : ১৭৯