রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ-আজ ৮ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন।বঙ্গবন্ধুর সকল কাজে মনোবল ও সাহস জুগিয়েছেন এই মহীয়সী নারী। তিনি ১৯৩০ সালের ৮ ই আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।তার ডাক নাম রেনু।তার পিতা শেখ জহুরুল হক ও মাতা হোসনে আরা বেগম। পাঁচ বছর বয়স থাকাকালীন তার পিতা ও মাতার মৃত্যু হয়। বঙ্গবন্ধু তার চাচাতো ভাই ছিলেন। বঙ্গমাতার পিতা মোহ শেখ মোহাম্মদ কাশেম ও বঙ্গবন্ধুর পিতামোহ শেখ আব্দুল হামিদ ছিলেন চাচাতো ভাই। পিতা মোহের ইচ্ছায় ১৯৩৮ সালে ৮ বছর বয়সেই বঙ্গবন্ধু বিয়ে হয়ে যায়।বঙ্গমাতা ছিলেন অসীম সাহসী ও মনোবল এর অধিকারী। তিনি সকল কাজে বঙ্গবন্ধুকে সাহস জুগিয়েছেন। তিনি অপরিসীম প্রেরণা দিতেন। বঙ্গমাতার প্রেরণা দিয়েছিলেন বলেই বঙ্গবন্ধু তার লক্ষ্য পৌঁছাতে পেরেছিলেন। গরিবের অধিকার রক্ষায় বঙ্গবন্ধু সবসময়ই লড়াই করতেন। এইজন্য তাকে অসংখ্যবার জেলে যেতে হয়েছিল। বঙ্গবন্ধু কারাবরণ কালে তার মামলা পরিচালনা ব্যবস্থা,দলকে সংঘটিত করা, আন্দোলন পরিচালনা করাই তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।জেলে নিয়ে বঙ্গবন্ধুকে অমানবিক নির্যাতন অত্যাচার করা হয়েছে, দীর্ঘদিন বঙ্গবন্ধুকে জেলে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে তবুও তিনি ভেঙ্গে পড়েনি। তিনি শত সংকট কাটিয়ে সংসার সামলিয়েছেন।ছেলে মেয়েকে লালন পালন করেছে,তাদের লেখাপড়া শিখিয়েছেন, তাদের মানুষের মত মানুষ বানিয়েছেন।বঙ্গমাতা বঙ্গবন্ধু শুধু সহধর্মিনী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা,কর্ম প্রেরণাদাত্রী।এই মহিয়সীনারী ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত হন।তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email