রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের পথচলা শুরু

লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের পথচলা শুরু

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ-মানবতার সেবায় আমরা বদ্ধপরিকর – এই শ্লোগানকে সামনে রেখে একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত হয় “লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশন”।কর্মসূচীর মধ্যে রয়েছে
১.শিক্ষা সহায়তা ২.চিকিৎসা সেবা ও সহায়তা
৩.বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা ৪.আর্থিক সহায়তা প্রদান ৫.ধর্মীয় শিক্ষার প্রসার ও বৈদিক স্কুল প্রতিষ্ঠা করা। ৬.আইনি সহায়তা ৭.ধর্মীয় কুসংস্কার প্রতিরোধ ও এলাকা ভিত্তিক ধর্মসভা ৮.মন্দির ও মহাশ্মশান ভিত্তিক ফলজ,বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ।এরই ধারাবাহিকতায় আজ সকালে বৈলতলী সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ন বিগ্রহ মন্দির, বৈলতলী শ্রী শ্রী মগধেশ্বরী ও জ্বালাকুমারী মাতৃমন্দির, সুচিয়া সার্বজনীন মহাশ্মশান, বরমা মাইগাতা লোকনাথ ধামে ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের শুভ পথচলা শুরু হয়। বিভিন্ন মন্দির ও মহাশ্মশানের পক্ষে সর্বশ্রী মাষ্টার অমল চৌধুরী, সুকেশ দাশগুপ্ত, মাষ্টার অশোক সুশীল, সাবেক ইউ পি সদস্য রুপন বিশ্বাস, বিকাশ বিশ্বাস, তপু বিশ্বাস, সৈকত বৈরাগী চারাগুলো গ্রহণ করেন। লক্ষ্মী ভান্ডার ফাউন্ডেশনের এ উদ্যোগকে সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চন্দনাইশ উপজেলা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুজন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, সহ সাধারণ সম্পাদক রিপন দেব, পলাশ পাল, শৈবাল দাশ সহ প্রচার সম্পাদক বাবলু দাশ, সহ অর্থ সম্পাদক বাবুন দাশ, উপজেলা সমন্বয়ক আপন দাশ, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রাজু দেব, কার্যকরী সদস্য সুভাষ দাশ,পৌরসভা সভাপতি নন্দন শিকদার , আকাশ দাশ সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিবৃন্দ। ফাউন্ডেশনের পক্ষে যুগ্ম আহ্বায়ক প্রবাল চক্রবর্তী বলেন,” প্রায় প্রতিদিনই বৃক্ষ নিধনের কারণে প্রকৃতি উজাড় হয়ে যাচ্ছে। ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাই আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচায়।” উক্ত কার্যক্রমে বিশেষ সহযোগিতায় ছিলেন চন্দনাইশ উপজেলা মহাজোটের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেবব্রত ধর (দেবু)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email