রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে ৭০ কেজি গাঁজাসহ দুই দক কারবারিকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কেচির মোড় এলাকা হতে অভিনব কায়দায় খালি পিকআপে ফিটিং অবস্থায় গাঁজাসহ তাদের আটক করা হয়।সোমবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।
আটককৃতরা হলেন,নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কলমী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম খলিল (৫৩) ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে আব্দুর রহিম (২৫)। তারা পেশাদার মাদক কারবারি।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কেচির মোড় এলাকায় চেকপোস্ট স্থাপনা করে র‌্যাব। এসময় অভিনব কায়দায় খালি পিকআপে ফিটিং অবস্থায় ৭০ কেজি গাঁজা পরিবহনকালে এক পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দ করা গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছিলেন।
ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, এই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয় করে আসছে। মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email