
বরগুনা প্রতিনিধিঃ-বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে বরগুনার আমতলী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে কর্মী অনুষ্ঠিত হয়েছে।গত ৭ জিলাই (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় আমতলী পৌর শহরের চৌরাস্তার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ওই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা বিএনপির যুগ্ন অহবায়ক এ্যাড. আলহাজ্ব মোঃ নুরুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মাহবুবুল আলম ফারুক মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও বরগুনা পৌরসভার কাউন্সিলর মোঃ তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তামিমুল ইসলাম পলাশ।উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ ফজলুল হক মাষ্টার, গোলাম ছগির মনজু, জালাল উদ্দিন ফকির, ইঞ্জিঃ আবুল কালাম আজাদ রানা, নাসির উদ্দীন মোল্লা, আবুল কালাম হাওলাদার, তালতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, নলটোনা ইউপি চেয়ারম্যান একেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, মহিলা নেত্রী মীরা খান প্রমুখ।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে এবং বর্তমান সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি কর্মীদের উপর চরম মাত্রায় অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। হাজার হাজার নেতা -কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই বর্তমান পরিস্থিতিতে বিএনপি নেতা-কর্মীদের ধৈর্যধারন করে ও নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে বিএনপির দেওয়া সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান।