
মায়াবী গ্রাম
মনজুর আমল (মন্জু)
শীতের সকাল হিমেল ভোর
গ্রামটি আমার মানিকপুর।
খেজুর রসে শীতের পিটা
খেতে লাগে দারুণ মিঠা।
খলু মিয়ার মহিষের দই
সিকদার পুকুরের তাজা কই
খাওয়ার লোভ কি প্রাণে সয়?
রত্ন পুরে রত্ন মিলে
কৃষক তাই থাকে বিলে।
চেয়ারম্যানের বাগান বাড়ি
হাজার গাছের শারি শারি।
আছে মোদের নিবৃত্ত নিস্বর্গ
মানিকপুর গ্রামটি এখন দেশের গর্ব।
নিউজটি পড়েছেন : ২৫৫