
জেলা কৃষকলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন- আমির হোসেন আমু
ঝালকাঠি ( বরিশাল) প্রতিনিধি:-গত ১৪ জুলাই ২০২৩ শুক্রবার ঝালকাঠিতে জেলা কৃষক লীগরে উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুরু। শুক্রবার বিকেলে আকলিমা মোয়াজ্জেম হোসেন ড্রিগী কলেজ চত্বরে বৃক্ষরোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু এমপি। এ উপলক্ষ্যে কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি।
জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আদ্বুল মান্নান রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়াম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আলী খান প্রমুখ। পরে জেলা কৃষক লীগের নেতাকর্মীদের মাঝে প্রধান অতিথি ফলজ ও বৃক্ষ চারা বিতরণ করেন। সদর উপজেলা ১০ টি ইউনিয়নে ১ হাজার চারা বিতরণ করা হয়।
