
মীরসরাইয়ের স্বেচ্চাসেবী সামাজিক সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর উদ্যোগে মাসিক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
সবুজ বড়ুয়া(মিরসরাই)প্রতিনিধিঃ- অদ্য ১৪ জুলাই ২০২৩ইং, শুক্রবার, বিকাল ৪ঘটিকায়, এসোসিয়েশনের নিজস্ব অফিসে এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ তারিফুল ইসলাম তারিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাহিদুল হক, যুব,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ এমদাদ হোসেন টিটু, কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজী, ইরফান উদ্দিন ইপাত, শাকিল, সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে এসোসিয়েশন এর সভাপতি বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার রফিকুরজ্জমান বি কম এড স্যারের রোগ মুক্তি কামনায় এসোসিয়েশন এর পক্ষ থেকে মাসিক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য আবু ছালেক মিয়াজীর মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এক গরীব অসহায় পরিবারের মেয়ের কিডনির পাথর হওয়াতে অবারসনের জন্য আর্থিক ফান্ড সংগ্রহ করা হবে।