
নব পণ্ডিত বিহার’র নির্মাণ কাজের শুভ সূচনা
শিমুল চৌধুরী(মহানগর চট্টগ্রাম)প্রতিনিধিঃ- চট্টগ্রামের প্রাণকেন্দ্র কাতালগঞ্জে বৌদ্ধদের ধর্মচর্চার সুবিধার্থে মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত, তাঁর হাতেগড়া সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরিচালিত নব পণ্ডিত বিহার আধুনিক স্থাপত্য কলায় নব রুপে রুপায়িত করতে সংঘের মাননীয় সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর নির্দেশনায় পাইলিংয়ের কাজের মাধ্যমে শুভ সূচনা করা হয়।
১৪ জুলাই ২০২৩ খ্রি. শুক্রবার, সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক পাইলিং শুরুতে উপস্থিত ছিলেন নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ ড. উপানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি, নব পণ্ডিত বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক, ডি.আই.জি (অব.) পি. আর বড়ুয়া, সংঘের মহাসচিব প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, যুগ্ম-মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া।
সূচনাপর্বে বুদ্ধ বাণী পাঠ ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী নিরোদ বরণ বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, অনিমেষ তালুকদার, প্রভাত চন্দ্র বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষণ বড়ুয়া, কাজল কান্তি বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়া, মিসেস পারিজাত কুসুম বড়ুয়া, চম্পাকলি বড়ুয়া, রবীন্দ্র লাল বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, প্রকৌশলী জুয়েল বড়ুয়া, রূদয়ন বড়ুয়া, সাজু বড়ুয়া প্রমূখ। মতবিনিময় সভায় বক্তাগন নব পণ্ডিত বিহারকে আধুনিক স্থাপত্য কলায় নব রুপে রুপায়িত করতে আপামর বৌদ্ধ জনগোষ্ঠীসহ সর্বস্থরের জনসাধারণের সহযোগিতা কমনা করেন।
নিউজটি পড়েছেন : ৪০৮