শুক্রবার,২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এসডিজি ইয়ুথ ফোরাম’র সেমিনারে  দক্ষ যুবসমাজ গড়ে তুলতে শেখ হাসিনার সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করছে –এ টি এম পেয়ারুল ইসলাম 

এসডিজি ইয়ুথ ফোরাম’র সেমিনারে

দক্ষ যুবসমাজ গড়ে তুলতে শেখ হাসিনার সরকার সার্বিক পদক্ষেপ গ্রহণ করছে –এ টি এম পেয়ারুল ইসলাম

শিমুল চৌধুরী(মহানগর চট্টগ্রাম)প্রতিনিধি:-   বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এসডিজি ইয়ুথ  ফোরাম’র উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে সম্পন্ন সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, দেশের যুবসমাজ চাকরির পেছনে না ছুটে যাতে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করে উদ্যোক্তা হতে পারে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
সরকার কারিগরি শিক্ষার মানোন্নয়নে বদ্ধপরিকর। দেশে কারিগরি শিক্ষা বিস্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র ও যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি আরো বলেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করা গেলে বিদেশে বাংলাদেশি কর্মীর চাহিদার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।
সাধারণ শিক্ষার্থীদের কর্ম বাজারের জন্য দক্ষ ও উপযোগী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে সরকার। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি দেশের  প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। তিনি দেশের সাধারণ জনগণের কাছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের ভূমিকা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিল্প-কারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষানীতি, কারিকুলাম প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষাকে আরো কর্মমুখী করতে উদ্যোগ নেয়া হচ্ছে। কারিগরি শিক্ষার প্রসারে সম্পৃক্ত সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতেও সরকার কাজ করে যাচ্ছে।
আমাদের যুব সমাজের মধ্যে যে মেধা-মনন রয়েছে, সেটা তারা যেন কাজে লাগাতে পারে। তারা যেন নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। শুধু দুয়েক পাতা পড়েই যেন চাকরির পেছনে ছুটাছুটি না করে। নিজেরা কাজ করে আরও দশজনকে যেন চাকরি দিতে পারে। সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু সরকার পদক্ষেপ নিচ্ছে।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, দেশের যুবসমাজ একটু সুযোগ পেলে মাতৃভূমির জন্য অনেক কিছু দিতে পারে মন্তব্য করে এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের সবসময় একটাই লক্ষ্য- জাতির পিতার যে আদর্শ, সে আদর্শ নিয়ে আমাদের যুব সমাজকে গড়ে তুলব এবং এটা প্রজন্মের পর প্রজন্ম ঘটতে থাকবে। এ বাংলাদেশটা যেন একটি স্বাধীন দেশ হিসেবে মর্যাদা নিয়ে বিশ্বে এগিয়ে যেতে পারে। সেইসঙ্গে আমাদের দেশটা যেন আত্মনির্ভরশীল এবং আত্মমর্যাদাশীল হয়। কাজেই যুবসমাজকে এ আহ্বান জানাবো- এ বয়সটাই হচ্ছে কাজের বয়স, চিন্তার ও মেধা বিকাশের সময়।’
তরুণ-যুবকরাই আগামীতে দেশ পরিচালনা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারে আসার পর থেকেই কিন্তু সেই লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ নিয়েই আমরা আমাদের যুব সমাজকে গড়ে তুলব।
এসডিজি ইয়ুথ ফোরাম’র দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাব’র সঞ্চালনায় মূখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আলীম । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রাকিবা নবী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হসপিটালের উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স’র পরিচালক আইভি হাসান, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, এফবিসিসিআই’র  সদস্য মাহবুব রানা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (প্রশাসন) রোটারিয়ান মোহাম্মদ মোশারফ হোসেন, ফুলকলি’র জিএম এম এ সবুর, মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ, সমাজকর্মী নেছার আহমেদ খান, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’ (বিকেটিটিসি)’র ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার নওরিন সুলতানা, আইআইইউসি’র মুহাম্মদ মাহফুজুর রহমান, মাতৃভূমি ফাউন্ডেশনের পরিচালক কাজী মোহা. আহসান ইকবাল মঞ্জু, শেখ ইমরান হোসেন, ক্যাব ইয়ুথ গ্রুপের সভাপতি চৌধুরী খালেদ মোঃ রিয়াদ, যুব উদ্যোক্তা এম এ হোসেন বাদল, শিক্ষাবিদ সাফকাত জাহান, ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি সোমেন কানুনগো, ইঞ্জিনিয়ার সানজিদা জে সিদ্দিকী, মেহেদী হাসান জিহান, প্রত্যাশী’র প্রতিনিধি বশির আহমদ মনি, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য লায়ন মাহতাব উদ্দিন, মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সভাপতি ফয়সাল মুন, স্মাইল বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম জয়, সামিউল আকরাম, এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইল, সজীব কাদের বোরহান, মো. মোস্তাক আল মুজাহিদ, মাহবুবুল মওলা, নাইমুল কালাম, চন্দনাইশ ছাত্র সমিতি’র দফতর সম্পাদক আসিফ করিম সাকিব, হাসান উদ্দিন প্রমুখ
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email