
শিবপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসীর ঘর রাতের আঁধারে ভেঙ্গে ফেলার অভিযোগ
নিউজ ডেক্সঃ–নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল (আলী আস্কর) গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রবাসী রানা মিয়ার নির্মাণাধীন ঘর রাতের আঁধারে ভেঙ্গে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সৌদী প্রবাসী রানা মিয়া ওই এলাকার মৃত আবু হানিফ মিয়ার ছেলে।
সোমবার (১০ জুলাই) রাতের আঁধারে কোন এক সময় প্রতিপক্ষ শহিদুল্লাহ মিয়া, লোকমান ও রুকুনউদ্দিনের লোকজন এ ঘটনা ঘটায় বলে আভিযোগ রানা মিয়ার।
রানা মিয়া জানান, আমাদের বাড়ীর সামনের পাকা রাস্তার পাশে মসজিদ হতে শহীদুল্লার বাড়ি পর্যন্ত ইটের সলিং নির্মাণ করা হবে। আমাদের জমির উপর দিয়ে রাস্তা যাবে আমার কোন বাধা নেই, তবে আমার কাছ থেকে তিনফুট জমি নিলে, আমার পাশের জমির মালিকের কাছ থেকে তিনফুট নিতে হবে। আমার একক জমির উপর দিয়ে রাস্তা দেওয়া সম্ভব না। রাস্তার জন্য তিন ফুট জমি রেখে আমি ঘর নির্মাণ করছিলাম তখন যারা বাঁধা দিয়েছে তারাই আমার ঘর ভেঙ্গে দিয়েছে। এই নিয়ে আমাকে বিভিন্নভাবে তারা হয়রানি করতেছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, রাস্তা নির্মাণ করতে হলে উভয় পাশের জমি থেকে সমান ভাবে জমি দিলে রাস্তা নির্মাণ করা সম্ভব। এ বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে আপনাকে জানাবো।
নিউজটি পড়েছেন : ১৯৩