
জোড়পূর্বক হিন্দু সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা এবং লাঠির আঘাতে ৬ আহত
আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধিঃ-লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ মুশরত মদাতী ব্রাহ্মণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান নির্মল চন্দ্র, জগবন্ধু রায় পর্তৃকসূত্রে জমি ভোগদখল করে আসছে। তরেই প্রেক্ষিতে আজ সকালে জমিতে ধান রোপন করতে গেলে একই গ্রামের দুখু মিয়া, যাদু মিয়া ভাড়াটে লোকসহ বাধা প্রদান করে। এক পর্যায়ে হাতাহাতিতে ৬ জন আহত হয়।বর্তমানে তারা কালীগঞ্জ মেডিকেলে ভর্তি আছে।
নিউজটি পড়েছেন : ২৩৬