
১১ জুলাই কর্ণফুলী নদী হতে উদ্ধার হওয়া লাশটি শনাক্ত
কামাল উদ্দিন(মহানগর চট্টগ্রাম)প্রতিনিধিঃ– চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে দুইদিন আগে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাজেশ বড়ুয়া। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট। লাশের উদ্ধারের আগেরদিন বাসা থেকে বেরিয়ে এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ নিয়ে থানায় নিখোঁজ ডায়েরিও হয়েছিল।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাট নৌ থানায় গিয়ে মৃতের স্বজনরা লাশ শনাক্ত করেন বলে নৌ পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্বজনদের ধারণা, দেনাগ্রস্ত রাজেশ আত্মহত্যা করেছেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, ‘সদ্য মৃত লাশ হওয়ায় আমাদের ধারণা ছিল, আমরা পরিচয় অবশ্যই পাব। সেজন্য ময়নাতদন্তের পর লাশ ফ্রিজিং করে রাখা হয়েছিল। আজ বিকেলের মধ্যে পরিচয় নিশ্চিত না হলে হয়তো আমরা বেওয়ারিশ হিসেবে সৎকারের উদ্যোগ নিতাম। কিন্তু এর মধ্যে সকালে লাশের পরিচয় শনাক্ত করেছেন স্বজনরা।’
মৃত রাজেশ বড়ুয়ার (৩২) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়, বাসা নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এক নম্বর গলিতে। দন্ত চিকিৎসা বিষয়ে ডিপ্লোমাধারী রাজেশ নগরীর চকবাজারের চকভিউ সুপার মার্কেটে ‘স্মাইল ডেন্টাল হেলথ মার্ক’ নামে একটি ক্লিনিকে ডেন্টাল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন