বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

হিমালয়া কোম্পানীর অনুমোদনহীন ২৫ লাখ টাকার ফেসওয়াস জব্দ, মজুদকারীকে জরিমানা ১ লাখ টাকা

হিমালয়া কোম্পানীর অনুমোদনহীন ২৫ লাখ টাকার ফেসওয়াস জব্দ, মজুদকারীকে জরিমানা ১ লাখ টাকা

কামাল উদ্দিন(মহানগর চট্টগ্রাম):- আজ চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আমতল এলাকার রয়েল টাওয়ার এর তৃতীয় তলায় অবস্থিত একটি গোডাউন থেকে আনুমানিক ২৫ লাখ টাকার হিমালয়া কোম্পানির অনুমোদন হীন ফেসওয়াস জব্দ করা হয়েছে। এই ফেসওয়াস গুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হিমালয়া কোম্পানির নাম এবং ঠিকানা: বিসিক শিল্প অঞ্চল, জামালপুর লেখা ছিল। কিন্তু এগুলোতে ছিল না কোন বিএসটিআই এর লোগো। মোবাইল কোর্ট শুরুর খবর পেয়ে সেখানে আসেন হিমালয়ার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি। কিন্তু তিনিও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেন নাই। এছাড়া ভোক্তাকে প্রতারিত করার উদ্দেশ্যে ফেসওয়াসগুলোকে বিদেশী পণ্য হিসেবে বাজারজাত করার দুরভিসন্ধি নিয়ে পণ্যগুলোর গায়ে পণ্যের উপাদান এবং অন্যান্য তথ্যগুলো বাংলায় না লিখে ইংরেজিতে লেখা ছিল। এছাড়া বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। এসকল অপরাধে অবৈধ পণ্য মজুদ করার দায়ে গোডাউন এর ম্যানেজার জমিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার অনুমোদন হীন ফেসওয়াস জব্দ করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত। অভিযানে সার্বিক সহযোগিতা করে কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর নয়ন চৌধুরী এবং বিএসটিআইয়ের ইন্সপেক্টর মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email