বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে স্বর্ণের চেইন ছিনতাইকালে দুই নারী ছিনতাইকারী আটক

জয়পুরহাটে স্বর্ণের চেইন ছিনতাইকালে দুই নারী ছিনতাইকারী আটক

মহানগর (জয়পুরহাট)প্রতিনিধিঃ-জয়পুরহাটে স্বর্ণের চেইন ছিনতাইকালে দুই নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকালে আধুনিক জেলা হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীর গলার চেইন ছিনতাইকালে তাদের হাতেনাতে আটক করা হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর নাকিমুদ্দিনের স্ত্রী সায়েদা আক্তার সাদিয়া (২৬), দর মন্ডল পাড়া গ্রামের জাহেদ মিয়ার স্ত্রী আকলিমা (৩০)।
ওসি সিরাজুল ইসলাম জানান, আটককৃত বেদে সম্প্রদায়ের নারী ছিনতাইকারীরা জনবহুল স্থান টার্গেট করে স্বর্ণের চেইন ছিনতাই করে আসছিলেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এক নারী ডাক্তারকে দেখাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছিনতাইকারীরা ভিড়ের মধ্যে ঢুকে ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেই। পরে পালানোর সময়
স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকৃত স্বর্ণের চেইন সহ ওই দুই নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email