বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

একটি ফটোগ্রাফ সুদীর্ঘ আঠারো বছর সংরক্ষণ অবশেষে মাননীয় শিক্ষা উপমন্ত্রীকে তুলে দেন

একটি ফটোগ্রাফ সুদীর্ঘ আঠারো বছর সংরক্ষণ অবশেষে মাননীয় শিক্ষা উপমন্ত্রীকে তুলে দেন

বর্ষবরণ অনুষ্ঠান :২০০৬,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠিত হয় ষোলশহর রেলস্টেশনে। সে অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, ড.জামাল নজরুল ইসলাম, ড.গাজী সালেহ আহমেদ,ড. হোসাইন কবির এবং অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে ‘দৈনিক শুভেচ্ছা প্রতিদিন’ পত্রিকার পাঠক ফোরামের সাধারণ সম্পাদক কবি নাফিক আবদুল্লাহ স্বরচিত কবিতা পাঠ করেন আর তিনি বলেন,” আমার সাথে একটি ডিজিটাল সনি ক্যামেরা ছিল। কারণ সেইবছর একুশে বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ ‘হাড্ডিসার মানুষের আর্তনাদ’ প্রকাশিত হয়। এ সুবাদে আমি যাকে বই বিক্রি কিংবা সৌজন্য কপি প্রদান করি তাঁর সাথে আমি ক্যামেরা বন্দি হই। সেইদিন এতো গুলো গুণীজনকে একই মঞ্চে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ি আর কয়েকটি আলোকচিত্র ধারণ করি। সেই ফটোগ্রাফাটি সুদীর্ঘ আঠারো বছর সংরক্ষণ করা হয় এবং মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়,জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এম. পি মহোদয়কে ফটোগ্রাফটি হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email