রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝালকাঠিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠিতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠি ( বরিশাল) প্রতিনিধি:-ঝালকাঠির কাঁঠালিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) ভোররাত ৩ টার দিকে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা থানার ফেনসিডিল ব্যবসায়ী বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু এবং জয়দেব দাস। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, শনিবার ভোররাত ৩ টার দিকে একটি পিকআপে করে তারা ফেনসিডিল ডেলিভারি দিতে আসেন। এসময় তাদের তল্লাশি চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে কাঁঠালিয়া থানায় নিয়ে আসা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন,এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদেরকে আদালতে প্রেরন করলে তাদের জেলাহাজতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email