
নালিতাবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ-শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন, শুক্রবার বেলা ৩:০০ টায় উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় সামাজিক সংগঠন “একটি স্বপ্ন-সোপান” এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাহমুদুল হাসান রাব্বানীর সভাপতিত্বে, এস. কে. মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আলমগীর হোসাইন নানুভী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি গবেষনা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুল ইসলাম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এ কে এম মাহবুবুর রহমান রিটন, আবু সাঈদ মাষ্টার, আতাহারুল ইসলাম মানিক, রবিউল ইসলাম মুন্ডল, হাবীব উল্লাহ, মনোয়ার হোসেন, শরিফুল ইসলাম সাকিব ও আরিফ হাসান।

“দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি”- এই স্লোগানকে সামনে রেখে একটি স্বপ্ন-সোপান পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষের গুরুত্ব সম্পর্কে নানান আলোচনা করেন এবং প্রত্যেককে গাছ লাগাতে আহব্বান করেন এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে গাছ বিতরণ করেন।