
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাজার পরিদর্শন রাঙ্গামাটি
রাঙ্গামাটি(মেট্রো)প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বাজার ও কোরবানী পশুর হাট পরিদর্শন
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আজ ২৭ জুন ২০২৩খ্রি: রাঙ্গামাটি বনরুপা বাজার ও কোরবানী পশুর হাট পরিদর্শন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মহোদয় ও রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসন ও পুলিশ সুপার মহোদয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য যাচাই করেন। কোরবানী পশুর হাট পরিদর্শনকালে আগত ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারদের সাথে পশু হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় সুনির্দিষ্ট কোন তথ্য ছাড়া পশুবাহী গাড়ি থামানো হবেনা বলে ক্রেতা-বিক্রেতাকে নিশ্চিত করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো: জাহেদুল ইসলাম ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ আরিফুল আমিন সহ প্রশাসনের উদ্যতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।