
শীঘ্রই আসিতেছে সায়েম উদ্দীন অভিনীত শর্ট ফিল্ম ‘বিভ্রম’
সম্প্রতি প্রকাশ পেল সায়েম উদ্দীন অভিনীত ও তরুণ নির্মাতা সাজ্জাদ শাকিল নির্মিত শর্ট ফিল্ম ‘বিভ্রম’ এর ট্রেইলার।
‘বিভ্রম’ মূলত যাপিত সময়ের অস্থিরতায় আচ্ছন্ন একজন লেখকের মনস্তাত্ত্বিক সংকটের চিত্রায়ণ ও দৃশ্যায়ন। শর্টফিল্মটিতে লেখক ভূমিকায় অভিনয় করেছেন উদীয়মান অভিনয়শিল্পী সায়েম উদ্দীন। কারিগরি সহযোগিতায় ছিলেন এম এস সাইফুল মজুমদার। প্রযোজক উত্তম মন্ডলের প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিএম প্রোডাকশনসের ইউটিউব চ্যানেল ইউটিএম প্রোডাকশনসে জুলাই মাসে প্রকাশ পাবে এটি।
নিউজটি পড়েছেন : ৩৩১