সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বাজেট ঘোষণা

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বাজেট ঘোষণা

পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি:-জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট বাজেট ৭৫ কোটি ৮১ লক্ষ ৩২ হাজার ৫’শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পাঁচবিবি পৌরসভার হলরুমে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা। প্রস্তাবিত রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫৪ লক্ষ ৭৪ হাজার টাকা।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-(১) নূর হোসেন, প্যানেল মেয়র(-২) মোশাইদ আল আমিন সাদ, কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, পৌর নির্বাহী কর্মকর্তা জোবাইদুল হক, কাউন্সিলর মামুনুর রশিদ, হিসাব রক্ষক কর্মকর্তা আমিনুর রহমান, কাউন্সিলর আমজাদ হোসেন, মুনসুর রহমান, মহিলা কাউন্সিলর আন্নি আক্তার, শামিমা সুলতানা শীতল, কোষাধ্যক্ষ ইমরান হোসেন, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাসুদা বেগম ঝর্ণা, প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম সাবু প্রমুখ।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email