
আনন্দ আশ্রমে মলয়া গানের জনক মহর্ষী মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া ইউপির আনন্দ আশ্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে মলয়া গানের জনক, সাধক কবি মহর্ষী মনোমোহন দত্তের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫-৬-২৩) সকালে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ২০ লক্ষ টাকা ব্যয়ে ৫ ফুটের এ ম্যুরালটি উদ্বোধন করা হয়েছে।

শঙ্কুরি দত্তের সভাপতিত্বে আব্বাস উদ্দিন হেলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন মহর্ষী মনোমোহন দত্তের বংশধর সরোপ রতন দত্ত দয়াল মনি, সাতমোড়া ইউপি পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দীন মনির, প্রভাষক জাহিদুল ইসলাম, কবি শামশাম তাজিল, মোহাম্মদ হোসেন শান্তি, পিযুস কান্তি আচার্য্যসহ অন্যন্যরা।
বক্তাদের মহর্ষী মনোমোহন দত্তের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা শেষে মলায় গান পরিবেশিত হয়েছে।
এ সময় স্থানিয় ও জেলা পর্যায়ের সংবাদকর্মীসহ স্থানীয় মনোমোহন প্রেমিরা উপস্থিত ছিলেন।