রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

পাঁচবিবিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ছোট্ট ভাইয়ের লাঠির আঘাতে মমতাজ উদ্দিন (৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার দানেজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মমতাজ উদ্দিন ঐ গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ জুন দানেজপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের পুত্র মমতাজ উদ্দিন (৬৮) ও আমজাদ হোসেন (৬৫) দুজনের মধ্যে বাড়ীর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তর্কে বির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট্ট ভাই আমজাদ হোসেন আপন বড় ভাই মমতাজ উদ্দিন কে লাঠি দিয়ে আঘাত করলে সে গুরত্বর আহত হয়। এসময় পরিবারের লোকজন তাকে ঐ দিনই চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখান থেকে চিকিৎসা শেষে গতকাল শুক্রবার (২৩ জুন) বাড়ীতে নিয়ে আসলে রাতেই তিনি মারা যান।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email