
আদিতমারী মহিষখোচায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আদিতমারি(লালমনিরহাট)প্রতিনিধিঃ-লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের পানিতে ডুবে আল আমিন নামে সাত বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আল আমিন ঐ গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আল আমিন। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে জানান।
নিউজটি পড়েছেন : ২৭৯