মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালাই( জয়পুরহাট) প্রতিনিধিঃ-সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার ২৩ জুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে কালাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগ,কৃষকলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন তারা।
পরে উপজেলা মিলনায়তনে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা,কালাই পৌর আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্ল্যা,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম মন্ডল, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সদস্য ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির,উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা,সাধারণ সম্পাদক আফম নয়ন চৌধুরী,আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলি আকবর,সাধারণ সম্পাদক সিনজুদুর রহমান এলিন,মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুকুল,উপজেলা যুবলীগের সভাপতি ছানাউল হক ছানা,যুবলীগের সাধারণ সম্পাদক ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস রত্না রশীদ ও সাধারণ সম্পাদক মিসেস মেরি আক্তার,মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাবানা আকতার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুবিনুল হক,
উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরপর প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করে। মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই ঘটে। বাংলাদেশের স্বাধীনতা বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন। বাঙালির স্বপ্ন পূরণের সারথী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই থেকেছে বাঙালি জাতির পাশে। এমনই মহান গৌরব ও ঐতিহ্যের উত্তরসূরী বিশ্বের অন্যতম প্রাজ্ঞ রাজনীতিক ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নানা চড়াই উৎড়াই পার হয়ে স্রোতের উজানে নৌকা ভাসিয়েছেন। এই এগিয়ে যাওয়ার প্রত্যয়দীপ্ত সংগ্রামে একের সঙ্গে বেঁধেছেন বহুকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা আজ বাঙালি জাতির জন্য এক প্রত্যয়ের নাম; জাতির সততার শক্তি। তাঁর নেতৃত্বেই বাঙালি জাতি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা আজকের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কামনা করে দোয়া করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email