রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাভারে সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মাস্টার প্ল্যান সংস্কারের দাবিতে সমাবেশ

সাভারে সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মাস্টার প্ল্যান সংস্কারের দাবিতে সমাবেশ

সাভার(ঢাকা)প্রতিনিধিঃ- সাভারে সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মাস্টার প্ল্যান সংস্কারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট কোয়ালিশন (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি ডেভেলপ (বিডব্লিউজিডি)।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ঢাকা অঞ্চলের সমন্বয়ক বাশুরী ইসলাম মাহী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট (জেলা সমতুল্য) এর সমন্বয়ক মাহমুদুল হাসান খান, দ্য আর্থ সোসাইটির ন্যাশনাল প্ল্যাটফর্ম ইয়ুথ ফর কেয়ারের অনারারি ফেলো মোহাম্মদ জারিফ অনন্ত সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিক্স অব জাপান (আইইইজে) বাংলাদেশের জন্য ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি) তৈরি করছে। এছাড়াও এর আগে ২০১০ এবং ২০১৬ সালে, জাইকার সহযোগিতায় পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান (PSMP) প্রণয়ন করা হয়েছিল। বিশেষ গুরুত্ব ছিল আমদানি নির্ভর কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস। বিশেষজ্ঞরা আরও বলেন, আইইপিএমপি প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার চরম অভাব রয়েছে। জাইকা বা বাংলাদেশ সরকার কেউই এই প্রকল্পের বাজেট ও কার্যক্রমে প্রবেশ করেনি। জাইকা জাপানি কারিগরি সহায়তায় গোপনে জাপানি পরামর্শক সংস্থাগুলিকে নিয়োগ দিয়ে এটি করছে, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার সুস্পষ্ট লঙ্ঘন। তাই জাইকার অর্থায়নে জাপানি সংস্থা আইইইজে কর্তৃক প্রণীত সুদবিরোধী খসড়া আইইএমপি অবিলম্বে বাতিল করা উচিত। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে,২০৫০ সালের মধ্যে ১০০% পুনর্নবীকরণযোগ্য শক্তি বাস্তবায়নের জন্য, দেশের নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞদের সৌর ও বায়ু শক্তিকে অগ্রাধিকার দিয়ে সমস্ত স্টেকহোল্ডারদের সাথে একটি সমন্বিত শক্তি এবং বিদ্যুৎ মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করতে হবে। এদিকে বিশেষজ্ঞরা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জাপানকে তাদের কোম্পানি ও প্রযুক্তি চাপিয়ে না দিয়ে বাংলাদেশের নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email