রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে বাউফলে বিক্ষোভ ও মানববন্ধন

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে বাউফলে বিক্ষোভ ও মানববন্ধন

বাউফল(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি:-গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসি ও বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ‍জুন) সকাল ১১টায় প্রেসক্লাব বাউফল এর উদ্যোগ প্রেসক্লাব এর কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাব এর সভাপতি যুগান্তরের স্টাফ রিপোর্ট আরিফুজ্জামান খান রিয়াদ , সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম , সহ-সভাপতি এম জাফরান হারুন, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ফিরোজ আলম, নির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, সাবেক ভিপি নজরুল ইসলাম খান সহ অনেকে।
বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি ও ফাঁসির দাবি জানান।
এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email